প্রকাশিত,০৬, জানুয়ারি,২০২৪
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মিল্কভিটার চেয়ারম্যান ও চ্যানেল এসের প্রধান উপদেষ্টা শেখ নাদির হোসেন লিপু ও চ্যানেল এসের চেয়ারম্যান ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেন।
আজ শনিবার বিকেলে টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ফাতিহা ও দুরুদ পাঠ শেষে ৭৫এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুসহ পরিবারের নিহত সকল সদস্য এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সকল শহিদদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন তারা।
এসময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এ জেড আমিনুজ্জামান রিপন ,ও প্রচার বিষয়ক সম্পাদক মোঃ শিহাব উদ্দিন, চ্যানেল এসের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি কাজী মাহমুদ, দৈনিক ভোরের চেতনার গোলাম রাব্বানী, একুশের বানীর তপু শেখ, সহ অনেকে উপস্থিতি ছিলেন।