জাজিরা দাউদ খান হত্যার বিচার দাবিতে মানববন্ধন।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০১-২৩, ৭:২৬ অপরাহ্ন /
জাজিরা দাউদ খান হত্যার বিচার দাবিতে মানববন্ধন।

প্রকাশিত,২৩, জানুয়ারি,২০২৪

রাকিবুল হাসান(রকি)
বিশেষ, প্রতিনিধি

দাউদ খান হত্যার বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। মানববন্ধন থেকে হত্যার ঘটনায় গ্রেফতার আসামিদের ফাঁসির দাবি জানানো হয়েছে। মঙ্গলবার (২২জানুয়ারি) বেলা ২টার দিকে জাজিরা উপজেলার পশ্চিম নাওডুবা ইউনিয়নবাসীর আয়োজনে শিকদার মার্কেট সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তরা বলেন, আমরা আসামি ১ জুলফিকার
আলী মুন্সী ২মো: মোজাম্মেল মাদবর ৩ মোহাম্মদ আলী মাদবর
৪.ইউসুফ খাঁ.৫,রাহাত মুন্সী ৬. আসীফ মুন্সী ৭. ছানাউল্লাহ্ ফাঁসির দাবি জানাচ্ছি। মানববন্ধনে এলাকার হাজারো নারী পুরুষ অংশ নেন। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল করেন।

মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন— মো: সালাম গোমস্তা, মোঃ সোনা মিয়া মাদবর,আলাউদ্দিন গোমস্তা,মোঃ বারেক চৌকিদার. সামাদ হাওলাদার, মোঃ হাকিম হাওলাদার. কুদ্দুস মাদবর. আমির মল্লিক. মোঃ ফারুক গোমস্তা প্রমুখ।

উল্লেখ্য, শনিবার (১৩জানুয়ারি) ৭ টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে তাকে শ্বাসরোধে হত্যার পর, লাশ ফেলে রাখে তার ঘরের সামনে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ একজনকে গ্রেফতার করেন।