প্রকাশিত,২৯,ডিসেম্বর
নিজস্ব প্রতিবেদক:
শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বি কে নগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এসকেন্দার আলী ভুইয়াকে প্রাণনাশের হুমকি প্রদান করে লিফলেট টানানো হয়েছে।
অদ্য ২৭-১২-২০২৪ ইং তারিখে অত্র ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর মোঃ উজ্জল জুম্মা নামাজ শেষ করে পরিষদের সামনে গেলে সেখানে লিফলেট টানানো দেখে। সেখানে লেখা ছিল স্বেচ্ছায় পদত্যাগ করুন না হয় দেশ ছাড়ুন। না হলে আপনার বাঁচ্চারা এতিম হবে।আপনাকে কোন প্রোগামে দেখা গেলে গুলি করা হবে। যে কোন প্রোগাম হতে পারে AK-47। এই বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসকান্দার আলী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন অভিযোগে তিনি উল্লেখ করেছেন অত্র এলাকার ২৮-১২-২০২৪ ইং তারিখে সকাল ১০ টার দিকে আনন্দ বাজারে বাজার করিতে গেলে অত্র এলাকার সাকিব মাদবর পিতাঃ নুরুল হক মাদবর, সরোয়ার মাদবর পিতাঃ নোয়াবালী মাদবর, নিরব মাদবর পিতাঃ সরোয়ার মাদবর পারভেজ মাদবর, মাসুদ মাদবর উভয় পিতাঃ নাসির মাদবর সহ আরো ২/৩ জন পথরোধ করে ধরে আমাকে বলে তুই তোর পরিষদের লিফলেট পড়শ নাই। যদি পড়ে থাকিস তবে বাজারে এলি কেন। বলে দেশীয় তৈরী অশ্র-শশ্র দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমন করতে গেলে তিনি দৌড়ে পালিয়ে যায় । অভিযোগের বিষয়ে অভিযুক্তদের ফোন করা হলে তাদের মুঠু ফোনে পাওয়া যায়নি।
অভিযোগের বিষয় জাজিরা থানা কর্মকর্তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন অভিযোগ পেয়েছি তদন্ত চলছে তদন্তে প্রমানিত হলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’
আপনার মতামত লিখুন :