জলাধারের বিপদজনক কর্দমাক্ত রাস্তা দিয়ে চলছে ছাত্র-ছাত্রীদের স্কুল যাত্রা।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৭-১৭, ৯:১৫ পূর্বাহ্ন /
জলাধারের বিপদজনক কর্দমাক্ত রাস্তা দিয়ে চলছে ছাত্র-ছাত্রীদের স্কুল যাত্রা।

প্রকাশিত,১৭, জুলাই,২০২৩

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জঃ

বাজুনিয়া দত্তডাঙ্গা তৈয়াবুর রহমান সরদার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালগঞ্জ-কোটালিপাড়া মহাসড়কের কোল ঘেঁষে স্কুলটির অবস্থান।

একটু বৃষ্টি হলেই স্কুলের পুকুর পাড়ের রাস্তাটি স্যাঁতস্যাঁতে ও কর্দমাক্ত হয়ে যায়। কোমলমতি বাচ্চারা অনেকেই সাঁতার কাটতে জানে না, পা পিছলে পড়ে গিয়ে যে কোন সময় ঘটতে পারে মৃত্যুর মতন ঘটনা।

উন্নত শিক্ষা ব্যবস্থাকেই একটি জাতির মেরুদন্ড হিসাবে ধরা হয়। যেখানে সব কিছু ডিজিটালাইজড হচ্ছে সেখানে এখনও পর্যন্তু একটি স্কুলের রাস্তা এমন ঝুঁকিপূর্ণ তা কোন ভাবেই মেনে নেওয়া যায় না।
স্কুলের প্রধান শিক্ষিকার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, একটু বৃষ্টি হলেই স্কুলের মাঠ পানিতে পরিপূর্ণ রূপে ডুবে যায়। তখন ছাত্র-ছাত্রীদের স্কুলের ক্লাস রুমে আসতে বেশ বেগ পেতে হয়।

উপরোক্ত স্কুলের সামনে হাইওয়ের পাশে স্কুলে দিকে নামার রাস্তাও কাঁচা এবং সরু। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই শিক্ষা প্রতিষ্ঠানের দিকে নজর দেওয়া এখন সময়ে দাবি।