প্রকাশিত, ১৫জানুয়ারি,২০২১
তপন দাস ( নীলফামারী ) প্রতিনিধি,
নীলফামারীর জলঢাকায় মাদক ব্যবসায়ী মুসলিম ( ৫৮ ) কে গ্রেপ্তার করেছে জলঢাকা থানা পুলিশ আজ সকালে তাকে উপজেলার কৈমারী বাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ সে জলঢাকা উপজেলার কৈমারী গ্রামের মো : মনিরুউদ্দিন এর ছেলে এবিষয়ে জলঢাকা থানার এসআই নুরুল ইসলাম বলেন আসামী মুসলিম একজন বি শ্রেণির মাদক ব্যবসায়ী আজ সকালে তাকে আমরা তার নিজ এলাকা কৈমারী বাজার থেকে গ্রেপ্তার করি সে মাদক, মারামারি সহ আরো ২টি মামলার আসামী তাকে আদালতের মাধ্যমে আজকেই কারাগারে পাঠানো হয়েছে