প্রকাশিত,২৭, জুন,২০২৩
মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জয় জগন্নাথ দেবের উল্টোটানের মধ্যে দিয়ে রথ যাত্রা উৎসব সমাপ্তি হয়েছে।
মঙ্গলবার (২৭ জুন ২০২৩) বিকেলে শহরের বারোয়ারী মন্দির প্রাঙ্গণ থেকে ঢাক-ঢোলক, বাদ্য, শঙ্খ ও উলুধ্বনি দিয়ে জগন্নাথ-
বলরাম-সুভদ্রাকে রথারোহন ও উল্টো টানের মধ্যে দিয়ে তাতীপাড়া ইস্কন মন্দিরে সমাপ্তি হয়। গত মঙ্গলবার ( ২০ জুন ) তাতীপাড়া ইস্কন মন্দির থেকে রথযাত্রা এসেছিল বারোয়ারী মন্দিরে।
রথযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাতীপাড়া ইস্কন মন্দিরের পরিচালক নিতাই কৃষ্ণ প্রভু, রারোয়ারী মন্দিরের সাধারণ সম্পাদক নিখিল চন্দ্র মন্ডল, রাজশাহী খেতরীধাপ ইস্কন মন্দিরের প্রেসিডেন্ট প্রার্থ সারথী,সনাতন ধর্মের নেতা ধজেন্দ্রনাথ সরকার,অশোক সরকার গৌড়,অমিত আগরওয়ালা সহ প্রায় ১০ হাজার সনাতন ধর্মাবলম্বী নারী – পুরুষ।
মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান
জয়পুরহাট
২৭ জুন ২০২৩ ইং
আপনার মতামত লিখুন :