জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৭-১৭, ৪:২৭ অপরাহ্ন /
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু।

প্রকাশিত,১৭, জুলাই,২০২৩

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার সকাল থেকে বৈকাল ৪ টা পর্যন্ত গ্রহণ হচ্ছে।

এ সাধারণ নির্বাচনে ইতিমধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু রাশেদ আলমগীর বিজয়ী হয়েছেন।

শুধুমাত্র ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে ৩১ জনের মধ্যে প্রতিদ্বন্দিতা করছেন । এ ইউনিয়নে ৯ টি ভোটকেন্দ্রে ১৩৪১৫ জন ভোটারদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করবেন।

তবে ইউপি সদস্য প্রার্থীদের মধ্যে ভোট গ্রহণে সাধারণ ভোটারের মধ্যে উৎসবমুখর পরিবেশ কম লক্ষ্য করা গেছে।

এখন পর্যন্ত ঘটনা পাওয়া যায়নি ও শান্তিপূর্ণ ভোট চলছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট জেলা নির্বাচন অফিসার ফজলুল করিম।

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান
জয়পুরহাট