প্রকাশিত,০৪, সেপ্টেম্বর,২০২৩
শেরপুর নকলা প্রতিনিধিঃ
শেরপুর নকলা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ১ জন আহত হয়েছে ।
রবিবার সকাল ৯.৩০ টার দিকে উপজেলার ২ নং নকলা ইউনিয়নের নকলা উত্তর ডাকাতিয়া কান্দা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
গুরুতর আহত হযেছেন আরমান (৩০) তার শরীরে ১৪ টি সেলাই হয়। আরও আহত হযেছে মিন্টু মিয়া,মজিবুর রহমান।
থানা-পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ৯.৩০ টার দিকে সুরুজ্জামান, আব্দুর রহমান, ইসুম উদ্দিনের নেতৃত্বে প্রায় অপরিচিত ৩/৪ জন লোক লাঠিসোটা, দা-বটি দিয়ে এ হামলার ঘটনা ঘটায়।
গুরুতর আহত অবস্থায় নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রুগীর অবস্থা অবনতির গেলে কর্তব্যরত ডাক্তার জেলা সদর হাসপাতালে রেফার্ড করেন।
এ ব্যাপারে নকলা থানায় অভিযোগ দায়ের করেছেন আহত আরমানের পিতা মো: মজিবুর রহমান। মজিবুর রহমান বলেন, আব্দুর রহমান,সুরুজ্জামান ইসুম উদ্দিনের নেতৃত্বে আরও অপরিচিত ৩/৪ জন লোক লাঠিসোটা, দা-বটি দিয়ে এ হামলার ঘটনা ঘটায়। আমাদের উপর হামলা করে আমার ছেলে আরমানকে গুরুতর আহত করে।
নকলা থানায় অভিযোগ দায়ের করেছি। আমরা দোষীদের শাস্তি চাই।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন , পুলিশ হাসপাতালে গিয়েছিল। লিখিত অভিযোগ দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । ইতিমধ্যে ১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :