প্রকাশিত,২৬, নভেম্বর,২০২৩
জবি প্রতিনিধিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন স্বাধীনতা শিক্ষক সমাজের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্বে গ্রহণ করেছেন অধ্যাপক ড. নূর মোহাম্মাদ। তিনি মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) স্বাধীনতা-শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কাজী নাসির উদ্দিন এর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্বাধীনতা-শিক্ষক সমাজের সভাপতির পদটি শূন্য হওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী কমিটি গঠন না হওয়া পর্যন্ত সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক ড. নূর মোহাম্মাদ সভাপতির দায়িত্ব পালন করবেন।
এর আগে গত নভেম্বর সংগঠনটির সভাপতি অধ্যাপক হোসনে আরা জলি সহ তিনজন জ্যেষ্ঠ অধ্যাপক স্বাধীনতা শিক্ষক সমাজ থেকে অব্যাহতি নিয়ে নীল দলের আরেকটি অংশে যোগ দেন। এতে সভাপতির পদটি শূন্য হয়।
আপনার মতামত লিখুন :