জবির বগুড়ার ছাত্র কল্যাণের আহ্বায়ক কমিটি’র নেতৃত্বে সৌরভ-মোছাদ্দির।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৯-২৯, ১০:৩১ অপরাহ্ন /
জবির বগুড়ার ছাত্র কল্যাণের আহ্বায়ক কমিটি’র নেতৃত্বে সৌরভ-মোছাদ্দির।

প্রকাশিত,২৯,সেপ্টেম্বর

জবি সংবাদদাতা

বগুড়া জেলা ছাত্র কল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১৩ তম ব্যাচের দর্শন বিভাগের হাবিবুল্লাহ সৌরভকে আহবায়ক ও ১৪ তম ব্যাচের ব্যাচের গণযোগাযোগা ও সাংবাদিকতা বিভাগের মো: মোছাদ্দিরকে সদস্য সচিব করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বগুড়া জেলা কল্যাণের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক’দের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠন করা হয়৷

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে তামজীদ ইমাম অর্নব ও যুগ্ম আহ্বায়ক হিসেবে রিমন খান, অপূর্ব কৃষ্ণ, সাজাদুল ইসলাম, তানভীরুল ইসলাম, সাজু সরকার, নূর নাহার ও সামিউজ্জোহা সাকিব কমিটিতে আছেন।

এ বিষয়ে আহ্বায়ক হাবিবুল্লাহ সৌরভ বলেন “বগুড়া জেলা ছাত্র কল্যান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহবায়ক হিসেবে আমাকে নির্বাচিত করায় উপদেষ্টা মন্ডলী সহ সকল সিনিয়র ভাইদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।বগুড়া জেলাকে এগিয়ে নিতে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাবো।এজন্য বগুড়া জেলার সকল শিক্ষক,কর্মকর্তা-কর্মচারী বড় ছোট ভাই বোনদের সার্বিক সহযোগিতার কামনা করছি।”

কমিটির সদস্য সচিব মো: মোছাদ্দির হোসেন বলেন ” আমাদের প্রথম উদ্দেশ্য হলো জেলা কল্যাণ যেন সত্যিকার অর্থে শিক্ষার্থীদের কল্যাণের জায়গা হয়ে উঠে সে জন্য সংস্কারের কাজ করা। দল মত নির্বিশেষে বগুড়ার সবাই নিয়ে একসাথে সুন্দর সংগঠন গড়ে তোলার প্রত্যয় থাকবে৷ আশাকরি সবার সহযোগিতা পাবো। ”

এছাড়াও সদস্য হিসেবে সুলতান মাহমুদ শুভ, সাজ্জাদুর রহমান, মশিউর রহমান, মিশাদ রহমান, ইশরাত জাহান বর্ন, আতিউর রহমান, নাজমুস সাদাত, আবদুল্লাহ আল মুকিত, জুনায়েদ হাসান, হাবিবুর রহমান, ফেরদাউস শেখ, মাহমুদ হাসান, অগ্রদ্রুতি আদি, আব্দুর রহমান, রাকিব হাসান, নওয়াজ শরিফ ও স্বর্গ এ কমিটিতে রয়েছে।

এর আগে উপদেষ্টাদের সিদ্ধান্তের ভিত্তিতে পূর্বের মেয়াদোত্তীর্ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।