প্রকাশিত,০৪, মার্চ,২০২৪
মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।
গাজীপুরের কালীগঞ্জে গত দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিত হওয়ায় লালগালিচা সংবধর্না জানান কালীগঞ্জ পৌরসভার পক্ষে মেয়র, কাউন্সিলর ও পৌর কর্মকর্তা বৃন্দ। এসময় উপস্থিত সকলে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং গন সংবধর্ণা দেন জনগনের ভোটে নির্বাচিত এমপি আক্তারুজ্জামানকে ।
আজ সোমবার (৪ ফেব্রুয়ারী) সকালে কালীগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে সংবধর্ণা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ সময় সভাপতির বক্তব্যে মেয়র এমএম রবিন হোসেন বলেন গত ১৪ বছর পৌরসভার কোন উন্নয়ন হয় নাই। প্রধান অতিথি পৌর সুবিধা বঞ্চিত নাগরিকদের উন্নয়নে বিভিন্ন রোড ম্যাপ দিয়ে নাগরীকদের উন্নয়নে সার্বিক সহযেগীতার আস্বাস প্রদান করেন।
বক্তব্য রাখেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা সদস্যগন, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাদের প্রিয় নেতাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
কালীগঞ্জ পৌর মেয়র এস এম রবীন হোসেন এর সভাপতিত্বে কাউন্সিলর মোঃ বাদল হোসেন ও রিয়াদ হাসান লিখন এর যৌথ সঞ্চালনায় গনসংবধর্ণা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফী মেহেদী হাসান, তুমুলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর (বাক্কু), বক্তারপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আতিকুর রহমান (ফারুক), জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক তসলিমা রহমান লাভলী,জামালপুর ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান ও জামালপুর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি, মাহবুবুর রহমান খাঁন (ফারুক মাষ্টার), কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ,পৌর আওয়ামী যুব লীগের সহ-সভাপতি মো: লোকমান হোসেন (পনির), দপ্তর সম্পাদক মোঃ আশরাফুল হক (শিশির) কালীগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিকলীগের কার্য নির্বাহী সদস্য মোঃ ইউসুফ আলী, মো: মুক্তাদির হোসেন, কালীগঞ্জ পৌর জাতীয় শ্রমিক লীগের কার্য নির্বাহী সদস্য মু শফিকুল (কবির) সহ স্হানীয় আওয়ামী অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সকলে কালীগঞ্জ পৌর শ্মশান ঘাটের একটি রাস্তা উদ্বোধন করেন। এ সময় কালীগঞ্জ পৌর শ্মশান ঘাটে কালীগঞ্জ উপজেলা ও বিভন্ন ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এর নেতৃত্ব বৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :