জঙ্গীবাদ মোকাবেলায় বিশ্বের কাছে বাংলাদেশ রোল মডেল-র‌্যাব প্রধান


deshsomoy প্রকাশের সময় : ২০২২-০৮-২৯, ৪:১৫ অপরাহ্ন /
জঙ্গীবাদ মোকাবেলায় বিশ্বের কাছে বাংলাদেশ রোল মডেল-র‌্যাব প্রধান

প্রকাশিত,২৯, আগষ্ট,২০২২

মোঃ সেলিম উদ্দিন, কক্সবাজারঃ

র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন,জঙ্গীবাদ মোকাবেলায় বিশ্বের কাছে বাংলাদেশ এখন রোল মডেল।
আমরা যে ভাবে উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে যাচ্ছি তেমনি জঙ্গিদের দমন করে জঙ্গি দমনে সাফল্য অর্জণ করেছি। অনেক দেশ এখন বাংলাদেশ কে অনুসরন করছে। দেশ কে ভালো রাখার জন্য আমরা সবাই এক সাথে কাজ করছি। যারা ভালো পথে আসতে চায়,তাদের জন্য সবসময় পথ খোলা আছে।

কক্সবাজারে র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন আরো বলেন, র‌্যাব অভিযান পরিচালনার পাশাপাশি বহুমুখী কর্মপরিকল্পনার মাধ্যমে অপরাধী সহ অসহায় মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে নানা প্রকল্প গ্রহন করেছে।

এরই অংশ হিসেবে কক্সবাজারে র‌্যাব-১৫ এর আয়োজনে নবজাগরণ- অপরাধকে না বলুন’ শীর্ষক কর্মশালার আয়োজন করেছে।

সকাল ১১ টার দিকে, কক্সবাজার র‌্যাব – ১৫ এর সদর দপ্তর কার্যালয়ের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এবস কথা বলেছেন,র‌্যাব ফোর্সেস এর মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

সভায় বক্তারা বলেন, শুধু অভিযান নয় নানা কর্মমুখী কর্মপরিকল্পনার মধ্য দিয়ে অপরাধীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়। জঙ্গিদের মধ্যে অনেককে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়েছে। যার কারণে বাংলাদেশ আজ জঙ্গি দমনে রোল মডেল হিসেবে পরিচিত। একইভাবে সীমান্তর্তী কক্সবাজারে মাদকমুক্ত সমাজ বিনিমানে অভিযানের পাশাপাশি বহুমুখী কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে।

এই কর্মশালায় উপস্থিত ছিলেন, র‌্যাব- ১৫ অধিনায়ক লেঃ কর্নেল খায়রুল ইসলাম সরকার, কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, টুরিষ্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, হোটেল সাইমন এর পরিচালক মাহবুবুর রহমানসহ হোটেল-মোটেলের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও সেলাই প্রশিক্ষন সহ নানা কর্মপরিকল্পনার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসা নারী-পুরুষ।