জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের নীরব সহায়ক নটর ডেমিয়ান সোসাইটি


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৩-০১, ৫:১৪ অপরাহ্ন /
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের নীরব সহায়ক নটর ডেমিয়ান সোসাইটি

প্রকাশিত,০১,মার্চ ২০২৫

জবি সংবাদদাতা

দেশের অন্যতম বিখ্যাত কলেজ নটরডেম থেকে আগত জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে A,B, C ও D-ইউনিটে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহায়তা প্রদান করার লক্ষ্যে হেল্প ডেস্ক বসায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নটরডেমের শিক্ষার্থীদের সংগঠন, নটরডেমিয়ান সোসাইটি অব জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশেই যাত্রী চাউনিতে বুথ স্থাপনের মাধ্যমে তারা শিক্ষার্থীদের প্রয়োজনীর তথ্য সরবরাহ ও সেবা প্রদান করেন এবং অভিভাবকদের বসার জন্য ব্যবস্থা করা হয়।

তথ্য সহায়তার পাশাপাশি তারা ভর্তি পরিক্ষার্থীদের নানান ধরনের গাইডলাইন ও অন্যান্য কলেজ থেকে আগত শিক্ষার্থীদের ও সহায়তা প্রদান করেন। এছাড়াও শিক্ষার্থীদের পানি পান করার সেবা সহ নানান ভাবে সহযোগিতা করেছে সংগঠনটি।

সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম সোহাগ ও সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান জানান, তারা নটরডেম কলেজ থেকে আগত শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে শিক্ষামূলক সহায়তা করে থাকে ক্যাম্পাসে। এই বছর তারা প্রায় দুই হাজার শিক্ষার্থীদের সহায়তা প্রদান করেন। এছাড়াও প্রক্টর স্যার ও সংগঠনের উপদেষ্টা মহোদয়ের অনুরোধে তারা নটরডেমের ছাড়াও অন্যান্য কলেজের শিক্ষার্থীদের সহায়তা প্রদান করেন। নটরডেম কলেজ থেকে আগত শিক্ষার্থীরা যাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভালো ভাবে পরীক্ষা দিতে পারে এবং আরো বেশি শিক্ষার্থীদের সহায়তা দিতে তাদের এ প্রয়াস ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান।