ছেংগারচর পৌরসভা নির্বাচনে প্রচারণায় এগিয়ে কাউন্সিলর প্রার্থী আমিন মিয়াজী।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৬-৩০, ৪:১০ অপরাহ্ন /
ছেংগারচর পৌরসভা নির্বাচনে প্রচারণায় এগিয়ে কাউন্সিলর প্রার্থী আমিন মিয়াজী।

প্রকাশিত,৩০, জুন,২০২৩

সুমন আহমেদ, মতলব (চাঁদপুর)

চাঁদপুরের মতলব উত্তরে ছেংগারচর পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জনগনের মনোনীত (পানির বোতল মার্কা) আমিন মিয়াজী নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। বেশির ভাগ এলাকার মুরুব্বি ও যুবকদের নিয়ে পাড়া-মহল্লায় প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
ছেংগারচর পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডে তিনটি গ্রাম, জোরখালী, বারআনী, বালুরচর এই তিনটি গ্রামেই রাত দিন প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন কাউন্সিলর প্রার্থী আমিন মিয়াজীর সমর্থকরা।
আমিন মিয়াজীর সমর্থক, মোঃ কুুদ্দুছ মিয়াজী, রতন মিয়াজী, খোকন মিয়াজী, রাব্বানী মিয়াজী বলেন আমরা সবাই নির্বাচনী মাঠে ব্যস্ত সময় পার করছি। গভীর রাত পর্যন্ত তাঁরা নিজ নিজ এলাকায় দলবদ্ধভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন।

শুক্রবার (৩০ জনু) সকালে ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আমিন মিয়াজী ৫০-৬০ জন মুরব্বি ও যুবকদের নিয়ে প্রচার চালাতে দেখা যায়। কাউন্সিলর প্রার্থী আমিন মিয়াজী বলেন, (পানির বোতল মার্কা) পাওয়ার পর থেকেই এলাকার ভোটারদের কাছে ভোট ও দোয়া চেয়ে নির্বাচনী এলাকায় প্রচারণা চালাচ্ছি। আশা করছি এবার ভোটাররা আমাকে অবশ্যই মূল্যায়ন করবেন।
এবারের নির্বাচনী মাঠে আমি নবীন প্রার্থী ভোটারদের ব্যাপক সাড়া ও পাচ্ছেন বলে জানান।

ওই এলাকার একাধিক নারী ও পুরুষ ভোটাররা বলেন, আমিন মিয়াজীর পাশাপাশি অন্য প্রার্থীরাও ভোট চাইতে আসছেন। সব প্রার্থী অনেক আশার কথা বলছেন। তবে এবারের ভোট আমরা দেখেশুনে দেব।
কথা হয় ১নং ওয়ার্ডের প্রবীণ ব্যক্তিদের সাথে তারা বলেন, আমিন মিয়াজীর মার্কা (পানির বোতল মার্কা) আমিন মিয়াজী এবারের পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে পাশ করবে ইনশাল্লাহ।
তারা আরো বলেন, আমিন মিয়াজী গ্রামের সকলের সুখে দুখে পাশে থেকেছেন ভবিষ্যতেও থাকবেন।
আমরা এমন কাউকে চাই না যে ভোটে পাশ করার পর আর এলাকায় থাকে না।

১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আমিন মিয়াজীর (পানির বোতল মার্কা) নির্বাচনী প্রচারনায় উপস্থিত ছিলেন, সমাজ সেবক সলিমুল্লাহ মিয়াজী, সাবেক ইউপি সদস্য গোলাম রসুল মিয়াজী, গোলাম নবী সরকার, মোতাহার হোসেন সরকার, রশিদ মিয়াজী, রব মিয়াজী, মিজান মিয়াজী, রুহুল আমিন মিয়াজী, হান্নান মিয়াজী, মাহমুদ আলি মিয়াজী, ছাত্তার মিয়াজী, জিয়াউর রহমান জিয়া মিয়াজী, সুজন মিয়াজী, রতন মিয়াজী, বাদশা মিয়াজী, দ্বীন ইসলাম বেপারী, জিলানী মিয়াজী, রাজিব মিয়াজী, কুদ্দুস মিয়াজী প্রমুখ।