ছাত্রলীগের নেতা অভিকে ছাড়াতে থানায় বিএনপি নেতার সুপারিশ।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-১০-২৩, ৬:৩৭ অপরাহ্ন /
ছাত্রলীগের নেতা অভিকে ছাড়াতে থানায় বিএনপি নেতার সুপারিশ।

প্রকাশিত,২৩,অক্টোবর

জবি সংবাদদাতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে আসার পর কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক আসিফ আহম্মেদ অভিকে আটক করেছে সাধারণ শিক্ষার্থীরা। পরে পুলিশের হাতে তাকে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২২ অক্টোবর) পরীক্ষা দিতে আসলে শিক্ষার্থীদের তোপের মুখে বিভাগের চেয়ারম্যান তাকে একটি রুমে তালাবদ্ধ করে রাখেন। পরে সন্ধ্যা ৬টার দিকে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষার্থীদের ওপর ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত অভি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য প্রশাসনের কাছে দিয়ে শিক্ষার্থীদের হয়রানি করেন। এছাড়া ছাত্রলীগের পদ ব্যবহার করে বিভিন্ন সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায় অভি বলে অভিযোগ করে তারা।

জানা যায়, থানায় প্রথমে সুনামগঞ্জ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মুন্না নামে একজন অভিকে (ছাত্রলীগ) ছাড়ানোর জন্য যায়। এরপর ছাত্রলীগ নেতা অভিকে ছাড়াতে ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রদলের নেতা-কর্মীরাও। নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্নায়েনের সুপারিশ করে এবং থানায় যেয়ে অভিকে ছাড়িয়ে আনার জন্য বলে।

এ বিষয়ে কোতোয়ালি থানায় ওসি মো. এনামুল হক বলেন, মুন্না নামে একজন এসে ছাড়ানো জন্য বললে তাদের সবাইকে চলে যাওয়ার জন্য বলেছি। আজকে অভির নামে মামলা হচ্ছে এবং আগের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আজকে কোর্টে পাটানো হবে।