প্রকাশিত,২০,নভেম্বর
জাহাঙ্গীর আলম মুকুল
ডুমুরিয়া (খুলনা)
আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে চুকনগর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। নির্বাচনে মোট ১১টি পদের বিপরীতে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। দীর্ঘদিন পর এ বাজারে ভোট অনুষ্ঠিত হওয়ায় ব্যবসায়ীদের মাঝে বিরাজ করছে বাড়তি আমেজ। নির্বাচনকে কেন্দ্র করে বাজারের ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনকে সামনে রেখে বাজার এলাকাজুড়ে প্রার্থীদের পোষ্টার আর ফেস্টুনে ছেয়ে গেছে।বাজারের অলি-গলিতে প্রার্থীদের বিভিন্ন প্রতীকও শোভা পাচ্ছে।
ভোটারেরাও দির্ঘদিন পরে ভোটকে কেন্দ্র করে ভোটারদের মাঝে ব্যাপক আনন্দঘন ও উৎসাহপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে।
নির্বাচনী দিন ঘনিয়ে আসায় প্রার্থীরা নিজেদের স্বচ্ছতা ও দক্ষতা তুলে ধরে বাজারের উন্নয়নসহ নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন প্রার্থীরা।সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীদের প্রচার প্রচারনায় মুখরিত এখন চুকনগর বাজার এলাকা।খোশামোদ ও তোষামোদীতে সোনায় সোহাগা যেন ভোটাররা।
এর ব্যতিক্রম ঘটেনি এবার বাজার বণিক সমিতির নির্বাচনে বাজার উন্নয়ন ও পরিবেশ সম্পাদক পদপ্রার্থী, চুকনগর বাজারের মেসার্স এল এফ মেডিকেল হল এর স্বত্বাধিকারী, ঔষধ ব্যাবসায়ী ও চিকিৎসক তরুণ সমাজসেবক মোঃ জাহিদুর রহমান সোহেলের বেলায়।তিনি বই প্রতীক দিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। তার অপর প্রতিদ্বন্দ্বী সার্ভেয়ার মোঃ সাহিদুর রহমান তিনি গোলাপফুল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
মোঃ জাহিদুর রহমান সোহেল বলেন আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত্ব চুকনগর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে যদি আমার বাজারের সচেতন প্রিয় ভোটাররা আমার “বই প্রতিকে” ভোটের মাধ্যমে “বাজার উন্নয়ন ও পরিবেশ সম্পাদক”পদে নির্বাচিত করে। তাহলে আমি তাদের সেবক হিসেবে কাজ করবো। কখনো ভোটারদের বা ব্যবসায়ীদের সঙ্গে অসম্মানমূলক কর্মকান্ডে জড়িত হব না। বাজারের সার্বিক উন্নয়নসহ
পরিচ্ছন্ন, নিরাপদ,অসাস্প্রাদয়িক রাজনৈতিক প্রতিহিংসা মুক্ত ব্যাবসায়ী বান্ধব একটি সু-শৃঙ্খল চুকনগর বাজার উপহারসহ সার্বক্ষনিক বাজারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত থাকবো।
আপনার মতামত লিখুন :