চিরিরবন্দরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কোরআন তেলাওয়াত , বর্ণাঢ্য র‍্যালী, জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৯-০২, ১২:০৬ পূর্বাহ্ন /
চিরিরবন্দরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কোরআন তেলাওয়াত , বর্ণাঢ্য র‍্যালী, জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

প্রকাশিত,০১, সেপ্টেম্বর,২০২৩

চিরিরবন্দর প্রতিনিধিঃ

শুক্রবার দিনব্যাপী কর্মসুচির অংশ হিসেবে সকাল ১০ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কোরআন তেলাওয়াৎ, বিকেল সাড়ে ৪ টায় বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালীতেপ্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া।

বিকেল সোয়া ৫ টায় দারুল ফালাহ আলিম এন্ড বিএম মাদরাসা মাঠে উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ মজিবর রহমান শাহের সভাপতিত্বে জনমহাসমাবেশে প্রধান অতিথি ছাড়াও অন্যান্যের মধ্যে নুর আলম সরকার দুল, অধ্যক্ষ মমিনুল ইসলাম মমিন, দিনাজপুর জেলা পরিষদের সদস্য নুরে আলম সিদ্দীকী নয়ন, অধ্যক্ষ রেজাউল করিম, মেছবাহুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ময়েন উদ্দিন শাহ, আলহাজ্ব মোকাররম হোসেন মুকুল, মোঃ সাইফুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, আব্দুল মতিন সরকার প্রমূখ বক্তব্য রাখেন।