চিরিরবন্দরে তীব্র তাপদাহ থেকে রক্ষায় রিক্সা-ভ্যান শ্রমিকদে’র মাঝে ক্যাপ বিতরণে: উপজেলা নিবাহী অফিসার জনাব মোঃ খালিদ হাসান-স্যার।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৬-২৬, ৬:১৬ অপরাহ্ন /
চিরিরবন্দরে তীব্র তাপদাহ থেকে রক্ষায় রিক্সা-ভ্যান শ্রমিকদে’র মাঝে ক্যাপ বিতরণে: উপজেলা নিবাহী অফিসার জনাব মোঃ খালিদ হাসান-স্যার।

প্রকাশিত,২৬, জুন,২০২৩

রুবেল দিনাজপুর প্রতিনিধিঃ

চিরিরবন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনে’র পক্ষ থেকে মাথার-ক্যাপ বিতরণ-২৩
উপজেলায় তীব্র তাপদাহ থেকে সামান্য রক্ষায়,
রিক্সা-ভ্যান শ্রমিকদে’র মাঝে চিরিরবন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনে’র উদ্যোগে ক্যাপ বিতরণ কর্মসূচীর উদ্বোধনে চিরিরবন্দর উপজেলা নিবাহী ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব মোঃ খালিদ হাসান-স্যার।
এ সময় চিরিরবন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনে’র সদস্য’রা উপস্থিত ছিলেন। কর্মসূচীতে উপজেলার রেলওয়ে চত্তর,টিএন্টি মোর এলাকায় ক্যাপ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।