চিরনিদ্রায় শায়িত, সাংবাদিক আজিম উদ্দিন মাষ্টার, পারিবারিক কবরস্থানে দাফন।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৭-২৬, ৮:০৬ অপরাহ্ন /
চিরনিদ্রায় শায়িত, সাংবাদিক আজিম উদ্দিন মাষ্টার, পারিবারিক কবরস্থানে দাফন।

প্রকাশিত,২৬, জুলাই,২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

চিরনিদ্রায় শায়িত, সাংবাদিক আজিম উদ্দিন মাষ্টার, পারিবারিক কবরস্থানে দাফন।

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় সাংবাদিক আজিম উদ্দিন মাষ্টার (৮২) নিহত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার সালটিয়া ইউনিয়নের মীরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিম উদ্দিন মাষ্টার তেতুলিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) গফরগাঁও উপজেলা সভাপতি, ও সাবেক সভাপতি গফরগাঁও প্রেস ক্লাব, আজীবন সদস্য ও দৈনিক খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজিম উদ্দিন মাষ্টার মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। সে সময় ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার বাদ এশা, ষোলহাসিয় ঈদগা মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়, পরে
পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

সাংবাদিক আজিমউদ্দিন মাস্টারের মৃত্যুতে গফরগাঁও উপজেলা সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে আসে ।
মৃত্যুকালে তিনি এক ছেলে , দুই মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।