প্রকাশিত,২৫, জুন,২০২২
মাসুদ রানা রাব্বানী, রাজশাহীঃ
রাজশাহীতে বিপুল পরিমান ফেনসিডিলসহ মোঃ হায়দার আলী অরফে হয়দুর (৪৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫।
শুক্রবার (২৫ জুন) দিবাগত রাত আড়াইটায় চারঘাট থানাধীন চক মোক্তারপুর গ্রামে অভিযান চালিয়ে ৫৫৯ বোতল আমাদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারি মোঃ হায়দার আলী অরফে হয়দুর চারঘাট থানাধীন চক মোক্তারপুর (চকপাড়া) গ্রামের মৃত রহিম উদ্দীনের ছেলে।
শনিবার বিকেলে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৫ জানতে পারে, শুক্রবার (২৫ জুন) গভীর রাতে রাজশাহীর চারঘাট থানাধীন চক-মোক্তারপুর (ক্যাডেট কলেজের মোড়) গ্রামের কতিপয় ব্যক্তি ফেনসিডিলসহ অবস্থান করছে। এমন তথ্যের সেখানে অভিযান চালিয়ে ৫৫৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মাদক কারবারি হায়দার আলীকে গ্রেফতার করা হয়। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে আরও ২জন মাদক কারবারি তাদের সাথে থাকা ২টি প্লাস্টিকের বস্তা ভর্তি ফেনসিডিল ফেলে পালিয়ে যায়।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে রাজশাহীর চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার সকালে তাকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় র্যাব।
আপনার মতামত লিখুন :