প্রকাশিত,১২, জুলাই,২০২৩
ইমাম হাসান জুয়েল ,চাঁপাইনবাবগঞ্জঃ
সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, একটি অপারেশন দল ১১ জুলাই ২০২৩ ইং তারিখ ৯:৫০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ২নং শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী কলোনীপাড়া তালতলা বাজারের হাফেজ হাইয়ুল হক,পিতা-মৃত আব্দুল মতিন এর গৌড় ইন্টারন্যাশনাল পাথর আমদানী রপ্তানীকরন স্টক ইয়াট এর সামনে সোনামসজিদ হতে চাঁপাইনবাবগঞ্জ গামী পাঁকা রাস্তার উপর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে র্যাব এবং ৫৯ বিজিবি এর যৌথ অভিযানে ফেন্সিডিল ১২০০(বারশত) বোতল সহ ভারতীয় ১ টি ট্রাক উদ্ধার করা হয়েছে।
সীমান্ত এলাকায় পাথড় বোঝাই ভারতীয় ট্রাকে ফেন্সিডিলের একটি বড় চালান আসা সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের আভিযানিক দল অপারেশন পরিচালনা করে। অপারেশনে ট্রাকটি শনাক্ত করা গেলেও র্যাব এর উপস্থিতি টের পেয়ে চালক পালিয়ে যায়। অতঃপর ৫৯ বিজিবি এর সহায়তায় ভারতীয় ট্রাকটি জব্দ করে তল্লাশি করে পাথড়ে লুকানো অবস্থায় ১২০০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :