চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫,এর অভিযানে ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১২-০৫, ৮:৩৯ অপরাহ্ন /
চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫,এর অভিযানে ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

প্রকাশিত,০৫,ডিসেম্বর,২০২৩

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ০৪ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ ২০:৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন গোপিনাথপুর পুরাতন বাজারে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ জেম আলী (৩২), পিতা-মোঃ আলা উদ্দিন, মাতা-মোছাঃ আকলিমা বেগম, সাং-বাহাদুরপুর, থানা-ভোলাহাট, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে ৪০ বোতল ফেন্সিডিল সহ হাতে নাতে গ্রেফতার করে।
আটককৃত আসামী একজন মাদক ব্যবসায়ী। পেশার একজন মুদি ব্যবসায়ী হলেও মুদী ব্যবসার আড়ারে সে মাদক ব্যবসা করে আসত। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার গোপীনাথপুর বাজারে মুদির দোকানদার মোঃ জেম আলী এর দোকানে অভিযান পরিচালনা করে দোকানের ভিতর থেকে বাজারের ব্যাগের মধ্যে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত আসামী সেলিম নামক একজন মাদক ব্যবসায়ীর নিকট থেকে ফেনসিডিল সংগ্রহ করে প্রতিনিয়ত তার দোকানে রেখে খুচরা হিসেবে বিক্রি করত। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানায় মামলা রুজু করা হয়েছে।