চাঁপাইনবাবগঞ্জে ৬০ কেজি গাঁজা উদ্ধার আটক-৫,


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৭-১৪, ১০:৫৯ অপরাহ্ন /
চাঁপাইনবাবগঞ্জে ৬০ কেজি গাঁজা উদ্ধার আটক-৫,

প্রকাশিত,১৪, জুলাই,২০২৩

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজা উদ্ধার ০৫ জন মাদক কারবারি কে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ নয়ালাভাঙ্গা ইউনিয়নের নিচু ধুমি গ্রামে একটি পিকআপ ভ্যানে থাকা ৬০ কেজি গাঁজা আটক করা হয়।

আটককৃত আসামি হচ্ছে, শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ পৌরসভার রসুলপুর গ্রামের আনারুল (৩০), নয়ালাভাঙ্গা ইউপির’ গুনগুনি পাড়া গ্রামের দুরুল (৩৫), উত্তর উজিরপুর চামাগ্রামের কালাম (৪৫), নয়ালাভাঙ্গা মেনিপাড়া গ্রামের রজব আলী (৩৬), সদর উপজেলার বালিগ্রাম নতুনপাড়া গ্রামের ইসারুল ইসলাম ওরফে বাবু (৩৭) কে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানিয়েছে, জেলা পুলিশ সুপার ছাইদুল হাসানের দিক নির্দেশনায় গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নিচু ধুমি গ্রামের কালাম মোড়লের বসত বাড়ির পাশে ইটের হেয়ারিং রাস্তার উপর হতে একটি টাটা এসিআই পিকআপ এ নিয়ে আসা ৬০ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।

উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যাবস্থা গ্রহন করা হয়েছে বলে এসব তথ্য জানিয়েছেন জেলা পুলিশ।