প্রকাশিত,১৪, অক্টোবর,২০২৩
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জঃ
সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ, র্যাব-৫, রাজশাহী এর একটি চৌকষ অপারেশন দল ১৪ অক্টোবর ২০২৩ ইং তারিখ রাত ৩.:০০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দাইপুকুরিয়া ৩নং ওয়ার্ড দৌলতবাড়ি বাগান পাড়ার জনৈক টুনুর বাড়ির দক্ষিণ পশ্চিম কোনে ধৃত আসামীর নিজস্ব গরুর খামারের পশ্চিম দিকের গোয়াল ঘরের মেঝেতে মাটির নিচে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় কোম্পানী অধিনায়ক মেজর মারুফুল ইসলাম এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে¡¡
একটি অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে বিদেশী পিস্তল- ১টি ম্যাগাজিন- ১টি গুলি- ২ রাউন্ড এবং মোবাইল ফোন-০১টি সহ আসামী মো: পলাশ (২৮), পিতা- মোঃ শফিকুল ইসলাম, মাতা- মোছাঃ এমিলি বেগম , সাং- দৌলতবাড়ি, ইউপি-দাইপুকুরিয়া, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে হাতেনাতে গ্রেফতার করে।
উল্লেখ্য, উক্ত আসামী একজন কুখ্যাত মাদক ও অস্ত্র ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকার খুবই সন্নিকটে তার বাড়ি হওয়ায় বিভিন্ন সময়ে মাদক ও অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রি করতো। এলাকার বিভিন্ন ভ’ক্তভোগী লোকজন তার বিরুদ্ধে র্যাবের নিকট অভিযোগ করলে র্যাব তার বিরুদ্ধে ছায়া তদন্ত চালায়। এরি একপর্যায়ে র্যাবের একটি আভিযানিক দল উক্ত আসামীকে উল্লেখিত আলামত সহ গ্রেফতার করে।
উক্ত আসামীর বিরুদ্ধে পূর্বেও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।