প্রকাশিত,১৯,অক্টোবর
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে যানবহনের ধাক্কায় লুসি বেগম (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত লুসি বেগম জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের দালালপাড়ার তাইজুল ইসলামের স্ত্রী।
বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে নায়ালাভাঙ্গা ইউনিয়ন ঝিল্লি পাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, লুসি বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। ভোরের দিকে চাঁপাইনবাবগঞ্জ- সোনামসজিদ মহাসড়কের ঝিল্লিপাড়া মোড়ে সম্ভবত রাস্তা পারাপার হওয়ার সময় কোনো একটি যানবহন ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি গোলাম কিবরিয়া।