প্রকাশিত,১৫,জুলাই, ২০২৪
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার শিমুল অটো রাইস মিলের সামনে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে অহেদ আলী (২৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
নিহত অহেদ আলী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিরামপুর মর্দানা এলাকার ফজলুর রহমানের ছেলে।
সদর মডেল থানার ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ১৫ জুলাই সোমবার বেলা সাড় ১১ টার দিকে আতাহার মোড়ে মোটরসাইকেল নিয়ে যাবার সময় একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই নিহত হয় অহেদ আলী।
পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা সরকারি হাসপাতালে নিয়ে আসে। ঘাতক ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :