চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১২-১৭, ৯:০১ অপরাহ্ন /
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন ।

প্রকাশিত,১৭,ডিসেম্বর,২০২৩

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)’র উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা প্রকৌশল (ইইডি) ভবনে জাতীয় পতাকা উত্তলন করেন চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জিল্লুর রহমান এবং তার নেতৃত্বে একটি র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে, শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসের কর্মসূচি শুরু হয় এবং পরবর্তীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী-২ মো আসাদুজ্জামান, সহকারী প্রকৌশলী-৩ রাশিদুজ্জামান (রনি) উপ-সহকারী প্রকৌশলী সহ চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।