প্রকাশিত,১৪, সেপ্টেম্বর,২০২৩
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জঃ
সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, এর একটি আভিযানিক দল ১৩ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ ১০:৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন রানিহাটি এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ কায়েম আলী (৩০), পিতা-মোঃ তসলিম মন্ডল, মাতা-মোছাঃ মেরিনা বেগম, সাং-নওদাপাড়া, মোঃ লিটন (৩১), পিতা-মোঃ ওমর ফারুক, মাতা-মোছাঃ বকুলী, সাং-কানসাট গোপালনগর, উভয় থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ দ্বয়কে ফেন্সিডিল-১২১ বোতল, মোটরসাইকেল- ১টি এবং মোবাইল ফোন- ৩টি সহ হাতেনাতে গ্রেফতার করে।
আটককৃত আসামী একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় উল্লেখিত সময় একটি মাদকের চালান সরবরাহ করা হবে। এর ভিত্তিতে কোম্পানির আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বহনের সময় তাদের হাতেনাতে গ্রেফতার করে। পূর্বেও তাদের নামে একাধিক মাদক মামলা রয়েছে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।
আপনার মতামত লিখুন :