চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ৫ জন গ্রেপ্তার ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০২-০৫, ৯:১২ অপরাহ্ন /
চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে  ইয়াবাসহ ৫ জন গ্রেপ্তার ।

প্রকাশিত,০৫, ফেব্রুয়ারি,২০২৪

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, গোমস্তাপুর উপজেলার মাখতাপুরের মাজিনুর বেগম ও মনিরুল ইসলামের ছেলে আসাদুল ইসলাম (২২), দশিমনি কাঠাল এলাকার মিনু আরা খাতুন ও আয়নাল হকের ছেলে মিঠুন আলী (৩০), প্রসাদপুরের নুর নাহার বেগম ও রবিউল ইসলামের ছেলে নুর মোহাম্মদ (১৯), সন্তোষপুর বাঙ্গাবাড়ীর রেজিয়া বেগম ও
মৃত সাইফুদ্দিনের ছেলে আক্তারুল ইসলাম (৩০) ও বাঙ্গাবাড়ীর মৃত ফিকি বেগম ও মৃত জজিমের ছেলে মাসুদ রানা (২৭)।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদ এর ভিত্তিতে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ৪ ফেব্রুয়ারি রোববার রাত সাড়ে ৯ টার দিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভর নুনগোলা (কেডিসি পাড়া) গ্রামে অভিযান পরিচালনা করে।
এ সময় ৫০ পিচ ইয়াবাসহ ৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।