প্রকাশিত,১১, জুলাই,২০২৩
ইমাম হাসান জুয়েল ,চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবন , বিক্রয়ের অপরাধে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫।
সোমবার (১০ জুলাই) রাত সাড়ে ১০ টার সময়ে রাজশাহী সিপিসি-১ র্যাব-৫ এর একটি অপারেশন দল তাদের আটক করতে সক্ষম হয়।
এক প্রেস বিজ্ঞপ্তি’র মাধ্যমে র্যাব ৫ জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউপির’ বালিয়াদিঘী আকিলপাড়া গ্রামে অভিযান করে মাদক সেবন এবং বিক্রয়ের অপরাধে আসামী বালিয়াদিঘী গ্রামের বাবু (৩২), সোনাপুর গ্রামের শরিফ (৩০), শিয়াল মারা গ্রামের মিজানুর রহমান (৩৫), বালিয়াদিঘী গ্রামের জিয়াউর রহমান (৩৫), সোনামসজিদের শ্রী কৃষ্ণ ঘোষ (৩০), কামালপুর গ্রামের আনারুল ইসলাম (২৮), হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় আলামত হস্তান্তর ও আটককৃত বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :