চাঁপাইনবাবগঞ্জে পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন দেখান। ২ প্রতারক আটক


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০২-২০, ৫:০০ অপরাহ্ন /
চাঁপাইনবাবগঞ্জে পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন দেখান। ২ প্রতারক আটক

প্রকাশিত,২০, ফেব্রুয়ারি,২০২৪

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষায় চাকরি পাইয়ে দেওয়ার প্রভোেলন দিয়ে প্রার্থীর কাছ থেকে তার প্রবেশপত্র হাতিয়ে নেওয়ায় দুই প্রতারককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল রবিবার দুপুরে ডা. আ আ ম মেসবাহুল হক বাচ্চু জেলা স্টেডিয়ামের সামনে থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ মডেল থানায় মামলার পর আটকদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার দুই প্রতারক হলেন, জেলার শিবগঞ্জ পৌর এলাকার চৌধুরীপাড়া মহল্লার মেজবাহুল হক ওরফে মেসবাহ (৩০), তারাপুর মিস্ত্রীপাড়ার হাসান আসকরি ওরফে সেলিম রেজা (৩৩)। এ সময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল জব্দ করা হয়। <চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ বলেন, গত ১৬ ফেব্রুয়ারি থেকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষা কার্যক্রম শুরু হয়। এর ধারাবাহিকতায় গতকাল (১৮ ফেব্রুয়ারি) রবিবার ডা. আ আ ম মেসবাহুল হক বাচ্চু জেলা স্টেডিয়ামে নিয়োগ পরীক্ষার কার্যক্রম চালাকালীন দুই ব্যক্তিকে ঘু করতে দেখে সন্দেহ হয়। পরে তাদের আটক করে মোবাইল চেক করলে তারা বিভিন্ন প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখানোর প্রমান পাওয়া যায়। জিজ্ঞাসাবাদেও তারা প্রতারণার বিষয়টি স্বীকার করেন।