চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ইয়াবা-হেরোইনসহ মহিলা গ্রেপ্তার।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৯-০৪, ১০:৫১ অপরাহ্ন /
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ইয়াবা-হেরোইনসহ মহিলা গ্রেপ্তার।

প্রকাশিত,০৪, সেপ্টেম্বর,২০২৩

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জঃ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), চাঁপাইনবাবগঞ্জ ‘ক’ সার্কেল টিমের মাদকবিরোধী অভিযানে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা মধ্য পাড়ায় একটি বাড়ি থেকে ৫০ গ্রাম হেরোইন, ১ হাজার পিস ইয়াবাসহ ১ নারীকে আটক করা হয়েছে।

আটক নারী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা মধ্য পাড়ার সাইদুর রহমানের সহধর্মিণী রেহেনা (৪০)। এ ঘটনায় দায়েরকৃত মামলায় পলাতক আসামি সাইদুর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন মাদকসহ ১ নারীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানাগেছে, গোপন সংবাদ এর ভিত্তিতে ৪ সেপ্টেম্বর সোমবার সকাল ৯ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), চাঁপাইনবাবগঞ্জ ‘ক’ সার্কেল টিমের সদস্যরা আসামি রেহেনার বাড়ি ঘিরে ফেলে। এক পর্যায়ে শয়নকক্ষে তল্লাশী চালিয়ে হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়।

এদিকে অভিযানের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায় রেহেনার স্বামী সাইদুর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি রেহেনা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়।