চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে১০০ বোতল ফেনসিডিল সহ আটক-২,


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৬-২৯, ১০:৩৯ অপরাহ্ন /
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে১০০ বোতল ফেনসিডিল সহ আটক-২,

প্রকাশিত,২৯,জুন, ২০২৪

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডিএনসি’র অভিযানে ১০০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়েছে।
শনিবার (২৯ জুন) বিকেল শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর টাওয়ার পাড়ায় অভিযান পরিচালনা করে আটক করা হয়।
আটককৃত আসামি ছত্রাজিতপুর টাওয়ার পাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে লালচাঁন আলী ও উত্তর উজিরপুর গ্রামের মৃত মহসিন আলীর ছেলে নাইমুল হককে আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের (ক) সার্কেলের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে লালচাঁন আলী (৩৪) ও উত্তর উজিরপুর এলাকার নাইমুল হক (৫৮)’র বাড়ি হতে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

উক্ত আটকের ঘটনায় শিবগঞ্জ থানায় পৃথক ২টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ডিএনসি’র জেলা কার্যালয়ের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার।