চাঁপাইনবাবগঞ্জে চরবাগডাঙ্গায় হেরোইন সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৭-১৩, ২:১৭ অপরাহ্ন /
চাঁপাইনবাবগঞ্জে  চরবাগডাঙ্গায় হেরোইন সহ  ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।।

প্রকাশিত,১৩, জুলাই,২০২৩

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জঃ

সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, একটি অপারেশন দল ১২ জুলাই ২০২৩ ইং তারিখ ৯:৫০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখরআলী গ্রামস্থ জনৈক সামির আলী,পিতা-মৃত সোহরাব আলীর বাড়ির পশ্চিমে ল্যাংড়ার মোড় হতে চরবাগডাঙ্গা গামীর রাস্তার উপর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হেরোইন-১.০৩৫ (এক কেজি পয়ত্রিশ) গ্রাম হেরোইন সহ আসামী মোঃ পারভেজ (২৬), পিতা- মোঃ হাবিবুর রহমান,মাতা-মোছাঃ টুয়েরা বেগম, সাং-চরবাগডাঙ্গা (গাঠা), থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতার করে।

চাঁপাইনবাবগঞ্জ এর সীমান্ত এলাকা থেকে হিরোইন চালান সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে উল্লেখিত এলাকায় অপারেশন পরিচারনা করা হয়। গ্রেফতারকৃত আসামী একটি ব্যাগে হিরোইন সংগ্রহ করে অটো যোগে সীমান্ত থেকে সদরের দিকে যাবার পথে ১ কেজি হিরোইন সহ আটক হয়। প্রাথমিক জিঙ্গাসাবাদে আসামী মাদক সংগ্রহ এবং চালানোর কথা শিকার করে।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনববগঞ্জ জেলার সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।