প্রকাশিত,০৮, অক্টোবর২০২৩
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে ইউনিয়ন পর্যায়ে জেলা আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুর দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সাংসদ সদস্য আব্দুল ওদুদ।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম, বালিয়াডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাকদীরুল আলম আজম, সাধারণ সম্পাদক আবু সালেহ আল হাম্মাদ রাজিব সহ অন্যান্যরা।
সভায় প্রধান অতিথি বর্তমান সরকারের উন্নয়নের ধারা বজায় রাখতে আবারও নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।
আপনার মতামত লিখুন :