প্রকাশিত,০৯, ফেব্রুয়ারি,২০২৪
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র আইনে দায়ের হওয়া মামলায় মো. লোকমান (৩৫) নামে একজনকে যাবজ্জীবন ও অপর ধারায় ৭ বছর কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ে উল্লেখ করা হয়, এক সাজা ভোগের পর অপর সাজা কার্যকর হবে।
বৃহস্পতিবার দুপরে স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মোহা. আদীব আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত লোকমান জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার মৃত হুমায়নের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের শরৎনগর গ্রামে র্যাবের অভিযানে ১টি পিস্তল, ১টি রিভলবার, ৭ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিনসহ আটক হন লোকমান। এ ঘটনায় ১৬ ফেব্রুয়ারি শিবগঞ্জ থানায় মামলা করেন র্যাবের উপপরিদর্শক হাফিজুর রহমান। ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকতা ও শিবগঞ্জ থানার উপপরিদর্শক মো. নুরুন্নবী অভিযোগপত্র দাখিল করেন।চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র আইনে দায়ের হওয়া মামলায় মো. লোকমান (৩৫) নামে একজনকে যাবজ্জীবন ও অপর ধারায় ৭ বছর কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ে উল্লেখ করা হয়, এক সাজা ভোগের পর অপর সাজা কার্যকর হবে।
বৃহস্পতিবার দুপরে স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মোহা. আদীব আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত লোকমান জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার মৃত হুমায়নের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের শরৎনগর গ্রামে র্যাবের অভিযানে ১টি পিস্তল, ১টি রিভলবার, ৭ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিনসহ আটক হন লোকমান। এ ঘটনায় ১৬ ফেব্রুয়ারি শিবগঞ্জ থানায় মামলা করেন র্যাবের উপপরিদর্শক হাফিজুর রহমান। ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকতা ও শিবগঞ্জ থানার উপপরিদর্শক মো. নুরুন্নবী অভিযোগপত্র দাখিল করেন।
আপনার মতামত লিখুন :