চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে জমি দখল ও প্রাণনাশের অভিযোগ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৮-১৯, ৬:৩০ অপরাহ্ন /
চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে জমি দখল ও প্রাণনাশের  অভিযোগ।

প্রকাশিত,১৯, আগস্ট,২০২৩

ইমাম হাসান জুয়েল ,চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলা ইউনিয়নের দক্ষিণচরি মির্জাপুর গ্রামের ২৩১ নাম্বার খতিয়ানের ২০৬,২০৭,২০৮,২০৯ নং দাগ এবং সরজন মোজার ৩৫৬,৩৫৭ নাম্বার খতিয়ানের ১৫৮,১৫৯,১৬০,১৬১ নং দাগের সম্পত্তি দখল করার অভিযোগ উঠেছে গোবরাতলা ইউপির দক্ষিণচরি মির্জাপুর গ্রামের মৃত সুলতান মন্ডলের ছেলে মোঃ আব্দুল জাব্বার (৫৭) ও একই এলাকার মোঃ এবাদুল (৩৮) মোঃ বাউল (৩৫) মোঃ ইউসুফ (২৮) সহ মোঃ সাগর আলী(২২) এর বিরুদ্ধে।

সরেজমিন ও এজাহার সূত্রে জানা যায় দক্ষিণচরি মির্জাপুর গ্রামের উক্ত মোজার সম্পত্তিগুলো পৈত্রিক সূত্রে বণ্টন নামা দলিল করে হাল সাল খাজনা খারিজ করে অনেক দিন যাবত জমির প্রকৃত মালিক বজলুর রহমান ভোগ দখল করছে । জমির প্রকৃত মালিক বজলুর রহমান বলেন আমার নিরাপত্তার জন্য এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি ও এজাহার দায়ের করেছি। অভিযোগ এজাহার করার পরেও দুর্বৃত্তরা আমার কাঁটাতারের বেড়া তুলে ফেলে ও আমাকে প্রাণ নাসের হুমকি দেয়। এজাহার সূত্রে আরও জানা যায় বজলুর রহমান তার জমিতে মোঃ ‘অন্তর’ নামের একজন দিনমজুরকে দিয়ে পাওয়ার টিলার এর মাধ্যমে জমি চাষাবাদ করছিলেন এমতা অবস্থায় বেশ কয়েকজন মিলে লাঠি সোডা রড দিয়ে এলোপাথারি মারধর করলে দিনমজুর অন্তর আহত হন।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি বলেন অভিযোগ পেয়েছি তদন্ত স্বাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।