চাঁপাইনবাবগঞ্জের পাগলা নদী থেকে এক বৃদ্ধর মরদেহ উদ্ধার।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১০-২২, ১১:৪১ পূর্বাহ্ন /
চাঁপাইনবাবগঞ্জের পাগলা নদী থেকে এক বৃদ্ধর মরদেহ উদ্ধার।

প্রকাশিত,২২, অক্টোবর,২০২৩

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের জামতলা ব্রিজের পাশে পাগলা নদী থেকে ভাসমান অবস্থায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে এই মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বৃদ্ধ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে মো. জুড়ান আলী (৬০)।
এ বিষয়ে নিহতের চাচাতো ভাই শাহবাজপুর ইউনিয়নের ইউপি সদস্য তোজাম্মেল হক বলেন, আমার চাচাতো ভাই একজন মানসিক ভারসাম্যহীন, তিনি শ্বশুরবাড়িতে শিয়াল মারায় থাকতেন, তিনি বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে বের হন।
স্থানীয় লোকজনের মুখে জানতে পারি, তিনি নদীতে নেমে আর উঠেনি। বৃহস্পতিবার থেকে অনেক খোঁজাখুঁজির পর শনিবার সকালে পাগলা নদীতে জামতলা ব্রিজের পাশে একটি মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবায়ের আহাম্মদ জানান, শাহবাজপুর জামতলা ব্রিজ এলাকা থেকে একজন ভারসাম্যহীন ব্যক্তির অর্ধ গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।