চাঁদাবাজি ও লুটপাট মাদকদ্রব্য কারবারিদের হুঁশিয়ারি দেন জাতীয়তাবাদী সামাজিক সংগঠনের উপদেষ্টা মিজানুর রহমান বাবু।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৯-০৬, ৯:৪৫ অপরাহ্ন /
চাঁদাবাজি ও লুটপাট মাদকদ্রব্য কারবারিদের হুঁশিয়ারি দেন জাতীয়তাবাদী সামাজিক সংগঠনের উপদেষ্টা মিজানুর রহমান বাবু।

প্রকাশিত,০৬,সেপ্টেম্বর,

মারুফ সরকার, স্টাফ রিপোর্টার:

জাতীয়তাবাদী সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও ছাত্র জনতা সর্বস্তরের আন্দোলনকারীরা।
৬ সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল চারটার সময় কালুরঘাট বিসিক শিল্প এলাকা হতে কাজির হাট, চাঁন্দগাও কাপ্তাই রাস্তার মাথা পর্যন্ত আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করেন। এই সময় শত শত আন্দোলনকারীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে চাঁন্দগাও এলাকায়।

দুপুর তিনটার পর থেকে অত্র এলাকায় অবস্থান করেন আন্দোলনকারীরা।

এ সময় তারা সন্ত্রাস, চাঁদাবাজি, সিন্ডিকেট, লুটপাট দখলদার এবং মাদকদ্রব্য কারবারি দের হুঁশিয়ারি করেন। জাতীয়তাবাদী সামাজিক সংগঠনের উপদেষ্টা মোঃ মিজানুর রহমান বাবু মিছিল ও প্রতিবাদ সমাবেশের নেতৃত্ব দেন। উনি বলেন কোন প্রকার চাঁদাবাজি দখলদার সন্ত্রাস থাকতে পারবে না। আমরা বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে এক হয়ে এসব অন্যায়ের বিরুদ্ধে দেশ ও সমাজ চিরতরে বিদায় জানাবো।
এতে উক্ত সংগঠনের আহ্বায়ক মোঃ আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক মোঃ হোসেন মিয়াঁ কোম্পানি , সচিব মোহাম্মদ হানিফ আহমেদও বক্তব্য রাখেন। আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য জাহাঙ্গীর , মোঃ শাহজাহান, নুর নবী সও, নুরুল আক্তার চুন্নু, সাইফুদ্দিন আহমেদ, বাহাদুর জামাল, হারুন সহ মোহরা এবং চাঁন্দগাও এলাকার অনেক সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।