প্রকাশিত,১৩, সেপ্টেম্বর,২০২৩
মারুফ সরকার , স্টাফ রিপোর্টারঃ
বরেণ্য চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উল্লেখ্য, স্ত্রীর মৃত্যুর ২৪ ঘন্টার মধ্যে তিনিও ইহলোক ত্যাগ করেছেন। (মঙ্গলবার) ব্রেণ স্ট্রোকে স্ত্রী মারা যাবার পর তাঁকে টাঙ্গাইলে দাফন করে তিনি আজ (বুধবার) ঢাকায় উত্তরার বাসায় আসেন। দুপুরে ঘুমিয়ে পড়েন। সন্ধ্যায় তাঁকে ডাকতে গেলে কোন সাড়াশব্দ না দেয়ায় সাথে সাথে তাকে উত্তরাস্থ ক্রিসেন্ট হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নীরিক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
তাঁর মৃত্যুতে আমরা শোকাহত। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি লেখালেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল-আমিন।
নেতৃবৃন্দ তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
তারা বলেন, হে মহান আল্লাহ তাকে ও তাঁর স্ত্রীকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমীন।
আপনার মতামত লিখুন :