চরফ্যাশন দুলারহাট পূর্ব শত্রুতার জেরে ছাড়া গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৭-৩১, ৫:৫৭ অপরাহ্ন /
চরফ্যাশন দুলারহাট পূর্ব শত্রুতার জেরে ছাড়া গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষ।

প্রকাশিত,৩১, জুলাই,২০২৩

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলা জেলার চরফ্যাশন উপজেলা দুলারহাট থানার নীলকমলে পূর্ব শত্রুতার জের দীনের বেলায় জোরপূর্বক শতাধিক ছাড়া গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষ। এতে অসহায় হয়ে পড়েছেন কৃষক বৃক্ষের মালিক বাবলু।

ঘটনাটি ঘটে উপজেলার নীলকমল ইউনিয়ন চর যমুনা ৬ নং ওয়ার্ড দিনমজুর বাবলুর বাড়িতে। ক্ষতিগ্রস্ত দিনমজুর বাবলু চর যমুনা গ্রামের মৃত্যু আঃ মোতালেব এর ছেলে।

ক্ষতিগ্রস্ত দিনমজুর কৃষক বাবলু বলেন, পূর্ব শত্রুতার জেরে আমার বাড়ির পাশের মোঃ বারেক এর ছেলে মোঃ তছির আহাম্মদ (৪২) এর নেতৃত্বে মোঃ লোকমান, মোঃ রুহুল আমিন সহ দীনের বেলায় জোরপূর্বক গাছগুলো কেটে দিয়ে যায়। গাছ কাটার শব্দে বাবলু এবং তার স্ত্রী ঘর থেকে বের হয়ে অভিযুক্তদের বাঁধা দিলে তারা তাকে গুম খুনের হুমকি দেন এবং মারধর করে হাতে থাকা দেশিয দা দিয়ে কোপ দিলে বাবলুর হাতের একটি আঙুল কেটে যায়।

ক্ষতি গ্রস্থ বাবলু অভিযোগ করে বলেন, তার নতুন বাড়ি বাড়ির পাশেই তছির কৃষি চাষের জমি নগদ রাখে দীর্ঘ কয়েক বছর ধরে তছির আমার বাড়ির বিভিন্ন প্রজাতির গাছের ছাড়া কেটে পেলে আমি বাধা দিলে আমাকে মারধর করেন হাতে থাকা দেশিয় দা দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আগাত করেন আমি বর্তমানে চরফ্যাশন সদর হাসপাতালে চিকিৎসা দিন আছি,হাসপাতাল থেকে বাড়িতে ফিরে অভিযুক্তদের আসামি করে দুলারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করি।

এ বিষয়ে জানতে অভিযুক্ত তছির আহাম্মদের মুঠোফোনে কল দিলে সাংবাদিক পরিচয়ের সাথে সাথে কল কেটে দিয়ে মোবাইল বন্ধ করে রাখেন।

দুলারহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) আনোয়ারুল হক কামাল বলেন, গাছ কাটার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।