চরফ্যাশনের দুলারহাট নবাগত ওসির সাথে স্থানীয়দের মত বিনিময় সভা।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১২-১২, ১১:০৩ অপরাহ্ন /
চরফ্যাশনের দুলারহাট নবাগত ওসির সাথে স্থানীয়দের  মত বিনিময় সভা।

প্রকাশিত,১২,ডিসেম্বর,*২০২৩

চরফ্যাশন ভোলা প্রতিনিধিঃ

ভোলা চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নবাগত অফিসার ইন চার্জ (ওসি মাকসুদুর রহমান মুরাদ এর সাথে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় নতুন থানার কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরা সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ দমনে পুলিশকে জোরালো ভূমিকার আহ্বান জানান ।

মতবিনিময় আলোচনা সভায় বক্তব্য রাখেন মুজিবনগর ইউপি চেয়ারম্যান আব্দুল ওদুদ,আহমদপুর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম , নীলকমল ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন লিখ, নীলকমল আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার, নীলকমল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নূর নবী,দুলারহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম রিপন , সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি সম্পাদক ও ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- এশিয়ান টেলিভিশন প্রতিনিধি মেহেদী হান্নান, আনন্দ টেলিভিশনের হান্নান, দৈনিক ঢাকা টাইমস প্রতিনিধি আরিফ হোসেন,আমার সংবাদ প্রতিনিধি নোমান, ভোলা ক্রাইম নিউজের নিজস্ব প্রতিবেদক শামীম, আজকের পরিবর্তন মাওলানা মোস্তাফিজুর রহমান , মানবাধিকারের শামসুদ্দিন সহ স্থানীয় সাংবাদিক বৃন্দু ।