প্রকাশিত,০১, ফেব্রুয়ারি,২০২৪
মেহেদী হান্নান চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার মুজিব নগর ইউনিয়নে"আপনার পুলিশ, আপনার পাশে, তথ্য দিন, সেবা নিন " শীর্ষক স্লোগানে দুলারহাট থানার আয়োজনে সর্ব সাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউস ডে-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১ ফেব্রুয়ারি দুপুর ১২ টায় মুজিব নগর ইউনিয়ন পরিষদ হল রুমে ওপেন হাউজ ডে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন দুলারহাট থানার অফিসার ইন-চার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ। সভাপতির ব্যক্তব্যয় তিনি মাদক, জুয়া, চুরি,বাল্যবিয়ে সহ যাবতীয় অন্যায় মুক্ত সমাজ গড়তে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান।
বক্তব্য রাখেন মুজিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আঃ ওয়াদুদ মিয়া এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ফারুক মাতব্বর।এসময় উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়নের বিট অফিসার এসআই আমিনুল ইসলাম,ইউপি সদস্যগন,রাজনৈতিক ব্যক্তি,কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।