প্রকাশিত,২৭, জুন,২০২২
মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে গতকাল রোববার (২৬জুন) ক্লু-লেস মামলার আসামী মোঃ স্বপন মিয়া আসলাম(৩১)কে মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে বাসন থানা পুলিশ অভিযান পরিচালনা করে হত্যাকান্ডে ব্যবহৃত আলামত সহ আসামী আসলামকে ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেফতার করা হয়।
প্রাথমিকভাবে জানা যায় যে, আসামি আসলাম ও রনি দুজনেই সাব-কন্ট্রাক্ট এর কাজ করত। তারা দুজনেই পূর্ব পরিচিত। একই এলাকার বাসিন্দা হওয়ায় রনি এবং আসলামের স্ত্রীর মধ্যে জানাশোনা ছিল। রনির সাথে আসলামের স্ত্রীর সম্পর্ক (পরকীয়া)তৈরি হলে আসলাম ব্যাপারটা জেনে যায়। এরই মধ্যে কিছুদিন পূর্বে রনির সাথে আসলামের স্ত্রীর অবৈধ সম্পর্কের কথা আসলাম জানতে পারে।
এতে আসলাম ক্ষিপ্ত হয়ে রনিকে হত্যা করবে বলে সিদ্ধান্ত নেয় এবং সুযোগ খুঁজতে থাকে। এরই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (২৩জুন) দুপুরের খাবারের পরে আসলাম রনির ভাড়া বাসায় স্পিড এর সাথে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে গলা কেটে হত্যা করে। এর পরবর্তীতে আসলাম তার ভাড়া বাসা গাজীপুর থেকে চলে যায়। গত শুক্রবার (২৪জুন)জুম্মার নামাজের আগে পুলিশ তথ্য পেয়ে বাসন থানা পুলিশ লাশের সুরতহাল করে পোস্টমর্টেম এর জন্য গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে লাশ প্রেরণ করে। ঘটনার সাথে সাথেই বাসন থানা পুলিশ হত্যার ঘটনার রহস্য উন্মোচন করার জন্য কাজ শুরু করে এবং এরই প্রেক্ষিতে ২৪ ঘন্টার মধ্যে আসামি আসলামকে শনাক্ত করে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।
গ্রেফতারকৃত আসামি কে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে উপরোক্ত আসামী বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
আপনার মতামত লিখুন :