প্রকাশিত,০৬, ফেব্রুয়ারি,২০২৪
পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরীঃ
-চট্টগ্রাম -দোহাজারী – কক্সবাজার রেল যাত্রী কল্যাণ পরিষদের প্রস্তুতি সভা গত ৩ ফেব্রুয়ারি সংগঠনের প্রধান কার্যালয় পটিয়া রেলওয়ে স্টেশন অফিস প্রাঙ্গনে রেল যাত্রী কল্যাণ পরিষদ নেতা মো. জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও সৈয়দ মিয়া হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম দোহাজারী কক্সবাজার রেল যাত্রী কল্যাণ পরিষদ নেতা মো. জয়নাল আবেদীন, মো. আয়ুব আলী, মো. শাহ আলম, কামাল উদ্দিন, আবু ছৈয়দ, ফারুকুর রহমান বিনজু, মোহাম্মদ আবু সাঈদ তালুকদার খোকন, শেখ আলমগীর আলম।
উপস্থিত ছিলেন মদন কুমার দে,বাবলা দাশ,নাসির উদদীন,শাহ আলম,কাজী শওকত উল্লাহ, দিদারুল আলম, লিটন দাশ,মোরশেদুল আলম, আল লাবিব ইবনে কামাল প্রমুখ।
এতে বক্তারা বলেন চট্টগ্রাম দোহাজারী রেল লাইনে অতীতে চারটি ট্রেন সচল ছিল বর্তমানে এই ট্রেনগুলো চলাচল করে না এতে করে সাধারণ জনগণের চরমভাবে ভোগান্তি হচ্ছে।
ইতিমধ্যে ঢাকা-চট্টগ্রাম কক্সবাজার ট্রেন চলাচল শুরু হয়েছে।
বর্তমান রেললাইন সংস্কার, কালুরঘাট সেতু নির্মাণ সহ অনেক উন্নয়ন কাজ চলমান রয়েছে তাই অবিলম্বে আগে চলাচল কৃত চট্টগ্রাম দোহাজারী রেললাইনে সব কয়টি ট্রেন পুনরায় চালু করার দাবি জানান।
সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম
০৫/০২/২০২৪ ইং।
আপনার মতামত লিখুন :