চট্টগ্রামে নসিমন ভবনে হামলা সাংবাদিকের গাড়ি ভাঙ্গচুর।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-০৭-২০, ১০:৫২ অপরাহ্ন /
চট্টগ্রামে নসিমন ভবনে হামলা সাংবাদিকের গাড়ি ভাঙ্গচুর।

প্রকাশিত,২০, জুলাই,২০২৩

চট্টগ্রাম প্রতিনিধি ঃ

দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র পদযাত্রার অংশ হিসেবে চট্টগ্রাম নগর বিএনপির আয়োজিত কর্মসূচির শেষ দিকে চটগ্রাম ১০ আসনের উপ-নির্বাচনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ মহিউদ্দিন বাচ্চু’র ওয়াসা মোড়ের প্রধান নির্বাচনী কার্যালয়ে বিএনপি কর্মীদের হামলার প্রতিবাদে বিএনপির কার্যালয়ে পাল্টা হামলা চালিয়েছে সাবেক যুবলীগের আহবায়কের অনুসারীরা। এসময় এক সাংবাদিকের গাড়ি ভাঙ্গচুর করা হয়।

বুধবার (১৯ জুলাই) দুপুরে নগর বিএনপির আয়োজিত পদযাত্রা শেষে একদল বিএনপি কর্মী মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনি কার্যালয়ে ইটপাটকেল ছোড়াকে কেন্দ্র করে দুপক্ষদুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরবর্তীতে নৌকার প্রার্থীর সমর্থকেরা সহ নগর আওয়ামী ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপির চট্টগ্রামের নসিমন ভবন ঘেরাও করে স্লোগান দিতে থাকে। এসময় আবারো দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে বিএনপির কার্যালয়ে ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ করে উপস্থিত নেতাকর্মীরা। পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এতে দৈনিক জনবানী পত্রিকার সংবাদিক আশিকুর রহমানের ব্যক্তিগত মোটর সাইকেল মহিউদ্দিন বাচ্চুর সমর্থকেরা পরিচয় পাওয়ার পরও বিএনপি কর্মী বলে পিটিয়ে ভাঙ্গচুর করে।