চট্টগ্রামের পটিয়ায় খুনের মামলার পলাতক আসামি রুপেশ গ্রেপ্তার।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৩-২২, ২:২৬ অপরাহ্ন /
চট্টগ্রামের পটিয়ায়  খুনের মামলার  পলাতক  আসামি রুপেশ  গ্রেপ্তার।

প্রকাশিত,২২, মার্চ,২০২৪

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরীঃ

– চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের আলোচিত কৃষক খুনের আসামি রুপেশ দে কে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
২১ মার্চ বৃহস্পতিবার ভোরে জোরারগঞ্জ থানার ইছাখালী ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত রুপেশ দে কেলিশহর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ফনি মাষ্টার বাড়ি এলাকার ননী দে’র পুএ।

এব্যাপারে পটিয়া থানার ওসি মোহাম্মদ জসীম উদ্দিন জানান,

স্থানীয় এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনার মামলার আসামি রুপেশ কে আমরা গ্রেপ্তার করেছি। আদালতে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
চলতি বছরে ৯ ফেব্রুয়ারি শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে কৃষক জানিক দে কে কুপিয়ে হত্যা করে পাশে একটি পুকুরে ফেলে দেয়।
মৃত্যুর পর কৃষকের মরদেহটি পানিতে ভেসে ওঠে দেখে স্থানীয় লোকজন পটিয়া থানার
পুলিশকে খবর দিলে পুলিশ রাতে মরদেহটি উদ্ধার করেন বলে থানা সুএে জানায়।

সেলিম চৌধুরী
পটিয়া চট্টগ্রাম