চট্টগ্রামের চন্দনাইশে চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালকের মৃত্যু।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৩-২৫, ৯:২৭ অপরাহ্ন /
চট্টগ্রামের চন্দনাইশে চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালকের মৃত্যু।

প্রকাশিত,২৫, মার্চ,২০২৪

চট্টগ্রাম প্রতিনিধি ঃ

চট্টগ্রামের চন্দনাইশে চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালকের মৃত্যু হয়েছে,তবে ওই অটোরিকশায় কোনো যাত্রী ছিল না বলে জানা গেছে।

সোমবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে,ট্রাফিক পুলিশের সিগন্যাল পেয়ে অটোরিকশাটি ঘোরানোর সময় অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে আগুন লেগে যায়,পরে ঘটনাস্থলেই আগুনে পুড়ে ড্রাইভারের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ওই সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দাউ দাউ করে আগুন জ্বলছিল,সেই আগুনে চালক পুড়ে ছাই হয়ে যায়।
তবে তাৎক্ষণিক নিহত চালকের নামপরিচয় জানা যায়নি। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াবদুল ইসলাম বলেন,আমি ঘটনাটি শুনেছি,তাৎক্ষণিকভাবে চালকের পরিচয় জানা যায়নি,উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করেছে,ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।