প্রকাশিত,২৬ জুন,২০২৪
সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী ইউনিট। সোমবার বিকেলে পটুয়াখালীর গলাচিপা উপজেলার আগুনমুখা নদীর তীরবর্তী পানপট্টি ইউনিয়নের দুইশত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তার প্যাকেট বিতরণ করা হয়েছে। যুব রেডক্রিসেন্ট গলাচিপা ইউনিটের আয়োজনে পানপট্টি খরিদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী ইউনিটের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. দেলোয়ার হোসেন।
এসময় খাদ্য সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, তেল সহ বিভিন্ন উপকরণ তুলে দেয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে, মো. দেলোয়ার হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ভবিষ্যতে নগদ অর্থ ও মেডিকেল টিম পাঠিয়ে চিকিৎসা সেবাসহ ঔষধের ব্যবস্থা করা হবে। এসময় পানপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মাসুদ রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিট লেভেল অফিসার, মোঃ ফারুক হোসেন, যুব প্রধান মোঃ যুবায়েত হোসেন নাসিম। এছাড়াও উপস্থিত ছিলেন, টিম লিডার গলাচিপা উপজেলা, মোঃ ফিরোজ মাহমুদ, টিম লিডার রাঙ্গাবালী উপজেলা মোঃ শাহিন আহমেদ সহ আরো অনেকে।
এ সময় আরো উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মী ও গলাচিপা উপজেলা যুব রেড ক্রিসেন্ট এর সকল সদস্য সহ উপকারভোগীরা।
আপনার মতামত লিখুন :