ঘূর্ণিঝড় এর বিশেষ সতর্কবার্তা | শক্তিশালী ঘূর্ণিঝড় হামুন।


deshsomoy প্রকাশের সময় : ২০২৩-১০-২৪, ৩:২০ অপরাহ্ন /
ঘূর্ণিঝড় এর বিশেষ সতর্কবার্তা | শক্তিশালী ঘূর্ণিঝড় হামুন।

প্রকাশিত,২৪, অক্টোবর,২০২৩

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

আন্ডার-এস্টিমেট করা সাইক্লোন “হামুন” অনুকূল পরিবেশে অতি দ্রুত শক্তি বৃদ্ধি করে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বর্তমানে ক্যাটেগরি ১ মাত্রার শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে । বর্তমানে এর কেন্দ্রের ৫০ কিলোমিটার এর ভিতরে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ১৩০কিমি/ঘন্টা(১ মিনিট স্থিতি) যা দমকা হাওয়া সহ প্রায় ১৫০ কিমি/ঘন্টা পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

গত ৬ ঘন্টায় গড়ে পূর্ব উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঘূর্ণিঝড়টি পটুয়াখালীর গলাচিপা থেকে প্রায় ২৭৫কিমি দক্ষিন দক্ষিন পশ্চিমে এবং চট্টগ্রাম থেকে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। ওই স্থানে সমুদ্র প্রচন্ড উত্তাল রয়েছে।

দুপুর পর্যন্ত এই শক্তিমত্তা ধরে রাখার সম্ভাবনা প্রবল। এরপর ধীরে ধীরে কিছুটা দুর্বলতা শুরু হওয়ার সম্ভাবনা থাকলেও এটিকে আরও গভীরভাবে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। বর্তমান সুগঠিত রূপ অনুযায়ী আরো কিছুটা শক্তি বৃদ্ধি করলেও তা অস্বাভাবিক হবে না।

সুতরাং, ঘূর্ণিঝড় “হামুন” বাংলাদেশের উপকূল জুড়ে বেশ শক্তিশালী ভাবেই আছড়ে পড়তে পারে আজ রাত থেকে আগামীকাল দুপুরের মধ্যে, বিশেষ করে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের সকল উপকূলীয় এলাকায় । সুতরাং ক্ষয়ক্ষতি এড়াতে এখনই সর্বাত্মক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরী।